জগন্নাথপুরে পুলিশি অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪

জগন্নাথপুরে পুলিশি অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নগদ টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার বড় দিঘিরপাড় গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রোজন মিয়া (৪০), উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত মিসকন্দর আলীর ছেলে আমির আলী (৫২), কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩১), পাটলি ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত আবদুর নুরের ছেলে রাজু মিয়া (২২), পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার ছেলে সাদিক মিয়া (৩১), ছাতক থানার পূর্ব বসন্তপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে দিলদার হোসেন (২৮), নবীগঞ্জ থানার হরিনগর (বাগাউড়া) গ্রামের মৃত ছন্তর মিয়ার ছেলে ছুরত মিয়া (৫০) ও কসবা গ্রামের আলকাছ উল্লার ছেলে সানকার মিয়া (৪৩)। জানা যায়, গতকাল ৭ জুলাই রোববার রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই রফিজুল মিয়া, সজিব মিয়া, এএসআই হাসান আলী ও নুরে আলম সিদ্দিক সহ পুলিশের একটি দল উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার পাকা বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে নগদ ১ লাখ ৩০ হাজার ৭২০ টাকা ও তাস সহ এই ৮ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ৮ জুলাই সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ