বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :

সুনামগঞ্জের ধর্মপাশায় বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে পারি হলরুমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে গাছ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট। ধর্মপাশা উপজেলা সদর, সেলবরষ ও জয়শ্রী ইউনিয়নে ৪ হাজার ২ শত কমিউনিটি শিশু পরিবারের মধ্যে ২৫ হাজার ৭শত ফলজ গাছ বিতরণ করা হয়। প্রত্যেকের মধ্যে আম, লিচু, নারিকেল, আমলকি, লেবুসহ ৬টি গাছ দেওয়া হয়।
গাছ মানুষের পরম বন্ধু, গাছ আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি ছাড়াও গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা এপি ম্যানেজার সাগর জন কস্তা, পারি ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ