বন্যায় অসহায় মানুষের পাশে মানবিক সংগঠন যুব ফোরাম

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪

বন্যায় অসহায় মানুষের পাশে মানবিক সংগঠন যুব ফোরাম

জগন্নাথপুর প্রতিনিধি:

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। জগন্নাথপুর উপজেলায় মিরপুর ইউনিয়নের শত শত পরিবার বন্যায় বাড়ি ঘর ছাড়া হয়ছে শত পরিবার। আশ্রয়স্থল হিসাবে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায়, অসহায়ত্ব হয়ে পড়েছে নিম্ন ও মধ্যভিত্ত পরিবার, ইউনিয়ন শত শত পরিবারকে ত্রাণ সহয়তা প্রদান করেছে সরকারের তহবিল থেকে এবং বেসরকারি বিভিন্ন সংস্থায়, মানবিক সংগঠন মিরপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে থেকে শত শত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার স্বরূপ হিসাবে প্রদান করা হয়েছে। সরকার ও বিভিন্ন সংস্থার বানবাসীর মাঝে ত্রাণ সহায়তায় সহায়তা করছে জনমানব মানবিক সংগঠন জগন্নাথপুর যুব ফোরাম সংগঠন। সংগঠনের আহ্বায়ক জুয়েল মিয়া জানান, জগন্নাথপুর উপজেলার মধ্যে মিরপুর ইউনিয়ন একটি প্রবাসী অধ্যুষিতএলাকা এই এলাকায় অনেক লোক বন্যায় দিশেহারা হয়ে পড়েছে। তাদেরকে আর্থিক ভাবে সাহায্য সহয়তা করে যাচ্ছে ইউনিয়ন বিভিন্ন গ্রামের প্রবাসীরা । আমি ও আমার স্বাদমতো আর্থিক সহয়তা ও শারিরীক ভাবে শ্রম দিয়ে যাচ্ছি, এবং আমাদের
জগন্নাথপু উপজেলার যুব ফোরাম সংগঠনের সদস্য সার্বক্ষণিক ভাবে বিভিন্ন সংগঠনের ত্রাণ বান বাসীর মাঝে পৌঁছাতে সহায়তা করে যাচ্ছে। আগামি দিন গুলাতেই মানব উন্নয়নের জন্য যে কোন কাজে কাজ করতে সদা প্রস্তুত রয়েছে জগন্নাথপুর যুব ফোরাম সংগঠন।

এ সংক্রান্ত আরও সংবাদ