ধর্মপাশায় পৃথকভাবে পালিত হলো আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

ধর্মপাশায় পৃথকভাবে পালিত হলো আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (২৩ জুন) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য শরীফ আহমেদ জুয়েল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আরফান আলী, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকরাম হোসেন, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম অপু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক হেলানা জাহান পপি, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক
শাকিল আহমেদ প্রমুখ। ওপর দিকে বিকাল ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হাই তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার খান পাঠান, সম্পাদক মন্ডির সদস্য মহসিন আহমেদ, মোবারক হোসেন রুবেল, কার্যকরী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, নূরুউদ্দিন আহমেদ, এনামুল হক, আরিফুল রহমান মজুমদার দিলীপ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল বারী চৌধুরী বাচ্ছু, সাবেক উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উজ্জ্বল, সম্পাদক মন্ডলীর সদস্য আজাদুর রহমান আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুকন উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন খাঁন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ