ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদের মাতা মন্তাজুন নেছার দাফন সম্পন্ন

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৪

ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদের মাতা মন্তাজুন নেছার দাফন সম্পন্ন

সুজন তালুকদার, ছাতক:

ছাতক প্রেসক্লাবের সহ- সভাপতি বদর উদ্দিন আহমদের মাতা মোছাঃ মন্তাজুন নেছা’র দাফন সম্পন্ন হয়েছে।

 

মরহুমা মন্তাজুন নেছা ২১ জুন শুক্রবার সকাল ৯টা৩০ মিনিটে নিজ বাড়িত বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।

ঐদিন শুক্রবার বাদ জুম্মা দিগলী- রামপুর জামে মসজিদ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে পঞ্চায়েতি কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

 

তিনি উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের দিগলী-রামপুর গ্রামের মরহুম কারী উকিল আলীর সহধর্মিণী ও ছাতক প্রেসক্লাবের সহ- সভাপতি বদর উদ্দিন আহমদের মাতা।

মরহুমা মন্তাজুন নেছা (৯৮) মৃত্যু কালে ৩ পুত্র ৪ কন্যা, নাতী – নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে ও শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ-( ৫) সংসদীয় ( ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক, দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর আশরাফি চৌধুরী বাবু, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,গয়াছ আহমদ,মাস্টার আওলাদ হোসেন,আবু বক্কর সিদ্দিকী,বিল্লাল আহমদ,অদুদ আলম,আব্দুল হক,সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন,গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,সেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী ওবায়দুর রউফ বাবলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম।
ছাতক প্রেসক্লাবের শোক প্রকাশঃ
ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু,অর্থ সম্পাদক বিজয় রায়,নির্বাহী সদস্য রাজ উদ্দিন,হামিদুর রহমান বাবলু,তপন জ্যুতি, সাংবাদিক আমিনুল ইসলাম আজির,সুজন তালুকদার প্রমুখ। পৃথক বিবৃতিতে ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদের মাতৃবিয়োগে শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুমা মন্তাজুন নেছার জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার স্বজন হাফিজ শাহিদ আহমদ,মোনাজাত পরিচালনা করেন রামপুর জামে মসজিদের ইমাম ও খতিব আবুল লেইচ মোহাম্মদ ফারুকী।

এ সংক্রান্ত আরও সংবাদ