স্কুল মাঠে বৃষ্টির পানিতেই বন্যা!

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৪

স্কুল মাঠে বৃষ্টির পানিতেই বন্যা!

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::
দেখলে অনেকে বলতে পারেন বন্যা। কিন্তু তা নয়। বৃষ্টিপাতেই তলিয়ে যায় বিদ্যালয়। এমন একটি দৃশ্য চোখে পড়ে জামালগঞ্জে। বলছিলাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুনামধন্য মাধ্যমিক বিদ্যালয় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কথা। সরেজমিনে গিয়ে দেখা যায়,
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃষ্টির পানিতে এখন হাঁটু পানি।
একটি মাত্র ড্রেন থাকলেও নেই সঠিক নিষ্কাশনের ব্যবস্থা। বরং উল্টো স্কুলের মাঠে ড্রেন দিয়ে সুরমা নদী থেকে পানি প্রবেশ করছে। ফলে শিক্ষার্থীসহ শিক্ষকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার(১৩জুন) বৃষ্টিতে বেহাল দশা স্কুলের। আর এ বর্ষা মৌসুমে বৃষ্টি হবেই। তাই তরিৎ ব্যবস্থা নেয়া না হলে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টি হলেই বন্যা লেগে যায় বিদ্যালয়ের মাঠে।

এবিষয়ে জানতে চাইলে,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, বর্ষার সময় ছাড়াও সামান্য বৃষ্টিতে স্কুল ক্যাম্পাস পানিতে তলিয়ে যায়। এতে করে স্কুলের শিক্ষার্থীদের পড়তে হয় ভোগান্তিতে।
পানি নিষ্কাশনের জন্য যদিও একটি ড্রেন করা হয়েছে কিন্তু তাতে কাজে আসেনি।
। এ থেকে নিষ্কৃতি পেতে ড্রেনটি সংস্কার ও আরেকটি ড্রেন দরকার আমরা এবিষয়টি নিয়ে কাজ করছি ।