প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
জামালগঞ্জে ফেইসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়।
জানা যায় যে, সৌরভ চন্দ্র নামের এক যুবক তার নিজস্ব টাইমলাইনে গতকাল পাকিস্তান বনাম ভারতের খেলা কে কেন্দ্র করে পোস্ট করে যে সাদা ধুতি এখন কাফন হিসাবে ব্যবহার করতে পারেন তার এমন পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা মিলছে সমগ্র জামালগঞ্জ সহ জেলাবাসীর মাঝে। স্থানীয় সূত্রে জানা যায় যে, সে বিভিন্ন সময়ে ফেসবুকে ধর্ম সংক্রান্ত উস্কানিমূলক কথা বার্তা দিয়ে পোস্ট করে।
সৌরভ চন্দ্র জামালগঞ্জে ভীমখালী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাসিন্দা।সে ভীমখালী ইউনিয়নের নব-নির্বাচিত ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সভাপতি। তবে ছাত্রলীগের একাধিক কর্মী তার এমন পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ বিষয়ে জানতে সৌরভ চন্দ্র কে একাধিক বার ফোন দিলে তার মোবাইল টি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মিহির সরকারের কাছে জানতে চেয়ে কল দিলে তিনি বলেন, ‘বিষয়টি খুবই নিন্দনীয় কাজ। জামালগঞ্জে আমরা সকল ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে চলে আসছি। তাকে (সৌরভ) বলেছি দ্রুত ক্ষমা চাইতে। জেলা ছাত্রলীগ কমিটির সাথে কথা বলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস বলেন, ‘আমি ছুটিতে, তবে বিষয়টি অবগত হয়েছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest