প্রস্তাবিত গতানুগতিক বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৪

প্রস্তাবিত গতানুগতিক বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি

ভাটির কণ্ঠ ডেস্ক :  বিশ্বব্যাংক আইএমএফের নীতি নির্দেশে প্রনীত৷ এসডিজি’ র লক্ষ পূরণে সাম্রাজ্যবাদ ও তার দালালদের ধারাবাহিক লুটপাটের জাতীয় ও জনস্বার্থ বিরোধী প্রস্তাবিত গতানুগতিক বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি।

শুক্রবার বিকাল ৫ টায় রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে জনস্বার্থ বিরোধী প্রস্তাবিত গতানুগতিক বাজেট প্রত্যাখ্যান করে লাল পতাকাসহ এক বিক্ষোভ মিছিল সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রেজি নং২৮৮৩ এর সভাপতি লিলু মিয়া, সিনিয়র সদস্য বাবুর্চি আবুল কাশেম, স মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ূবুর রহমাম, স মিল শ্রমিক সংঘ সুনামগগনজ সদর উপজেলা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহসাধারণ সম্পাদক ও স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক মনির উদ্দিন, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি তৈয়বআলী,সাধারণ সম্পাদক টিটু দাস সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সদস্য সিরাজুলইসলাম রবি,শরিফ মিয়া হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর, সদস্য রহমত,কাজল দাস, সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য অবনী চন্দ,,হোটেল শ্রমিক মোহাম্মদ আলম,স্বপন মিয়া প্রমূখ ।সমাবেশে বক্তারা বলেন বিশ্বব্যাংক আইএমএফের নীতি নির্দেশে এসডিজির লক্ষ্য পুরনে সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালদের স্বার্থে প্রনীত ধারাবাহিক গতানুগতিক বাজেট জনগণকে তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ফেলে দেবে। চাল ডাল তেল লবণ সহ নিত্যপন্যর লাগাহীন উর্ধ্বগতির কারণে জনজীবনে নাবিস্বাস উঠেছে। প্রস্তাবিত বাজট জনস্বার্থ বিরোধী উল্লেখ করে বক্তার বাজেট প্রত্যাখ্যান করেন।
বার্তা প্রেরক :-
সাইফুল আলম
সাধারণ সম্পাদক
এনডিএফ- জেলা কমিটি
সুনামগঞ্জ
তাং-০৭/০৬/০২৪ ইং
মো:-০১৭৫৩৫৬৬০০৮