প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পৃথকভাবে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, সিনিয়র স্টোর অফিসার ডা. মোহাম্মদ সোহেল আল রাফি, মিড লেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও (আরএস) ইএনটি ডা. নুরুল ইসলাম, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, উপসেবা তত্ত্বাবধায়ক ভারতী রাণী আচার্য্য, কুমারী রুবি রাণী সাহা, নার্সিং সুপারভাইজার, (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার, মো. গোলাম রাব্বানী, ইসরাইল আলী সাদেক, মহাসচিব, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, শামীমা নাসরিন, সহ সভাপতি (সিলেট বিভাগ), মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ সভাপতি (সিলেট মহানগর), অরবিন্দ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ), তৃষ্ণা তেরেজা ডি কস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর), সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), নার্সিং অফিসার ভ্রান্তি বালা দেবী, মো. আমিনুল ইসলাম, সুমন চন্দ্র দেব, সবিতা রানী দে, পূরবী রানী দেব, মুন্নী দেব, মোসা. কনক লতা, আছমা আক্তার খানম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস, সরলতা টুডু, সীমা, সুব্রত, তনয় সাহা, সুমন চন্দ্র চন্দ। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest