ছাতকে ইউপি চেয়ারম্যান পিতা , উপজেলা চেয়ারম্যান পুত্র

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

ছাতকে ইউপি চেয়ারম্যান পিতা , উপজেলা চেয়ারম্যান পুত্র

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি::
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব সুন্দর আলী ২০১২ সালে প্রথম ও ২০২১ সালে দ্বিতীয়বার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তার পুত্র সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন গত ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো অংশগ্রহণ করে কাপ পিরিচ প্রতীকে ৪০ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম কিরন এর চাচা আওলাদ আলী রেজা নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আনারস প্রতীকে ৩৫ হাজার ৩৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এনির্বাচনে
ভাইস চেয়ারম্যান পদে কাজী আব্দুস সামাদ ৪৩৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ধী ইজাজুল হক রনি ১১১৪১ভোট পেয়ে পরাজিত। বিনা প্রতিদ্বন্দ্বীতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিপি বেগম নির্বাচিত হয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদে চাচা কে পরাজিত করে ভাতিজার বিজয় এমন কি পিতা ইউপি চেয়ারম্যান পুত্র উপজেলা চেয়ারম্যান নির্বাচিত বিষয়টি সুনামগঞ্জ জেলা জুড়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ