প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৪
একরাম হাসান, জগন্নাথপুর :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের শহিদ স্মৃতি সংসদ মানবিক সংগঠন। দীর্ঘ ৩৩ বছর ধরে সুনামের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ, সামাজিক, সাংস্কৃতিক, সমাজের উন্নয়ন ও কল্যাণ মূলক কাজ করে আসছে এই সংগঠন। তার ধারাবাহিকতায় প্রতি বছর মেধা বিকাশের জন্য সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে মেধা নির্বাচনী পরিক্ষার আয়োজন করে আসছে। তেমনি ২০২৪
শিক্ষাবর্ষের
মেধা নির্বাচনী পরিক্ষা আজ ৩১ মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মেধা নির্বাচনী পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৬ টি প্রাথমি ও মাধ্যমিক স্কুল মাদ্রাসা থেকে ১৩৮ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। এ ব্যপারে সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ জুয়েল বলেন, আমাদের এই সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে সামাজিক ও মানবিক কাজ করে আসছে। শিক্ষার মান উন্নয়নের জন্য স্থানীয় মেধাবী শিক্ষার্থীদেরকে মেধার বিকাশের জন্য আমাদের এই মেধা নির্বাচনী পরিক্ষা আয়োজন। যাতে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার আঙ্গিনাকে আরো এগিয়ে নিতে পারে সেই প্রচেষ্টা আমাদের। মেধা নির্বাচনী পরিক্ষা ব্যপারে সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: একরাম হাসান জুয়েল জানান প্রতি বছর শহিদ স্মৃতি সংসদ মেধাবী শিক্ষার্থীদের জন্য এই মেধা নির্বাচনী পরিক্ষার আয়োজন হয়ে আসছে। জগন্নাথপুর উপজেলা ও বিশ্বন্নাথ উপজেলার বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। যারা মেধা তালিকায় চূড়ান্ত ভাবে বিজয়ী হতে পারে তাদেরকে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সাটিফিকেট প্রদান করা হয়। এই মেধা নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রকাশিত করা হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, ও ৩১ আগস্ট শ্রীরামসি
আঞ্চলিক শোক দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ করা হবে।
মেধা নির্বাচনী পরিক্ষায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest