প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্তসহ বিভিন্ন সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন’র সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহিউদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ—পরিচালক মো. মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এই কালো অধ্যায় বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না। অনেক রক্তক্ষয়ী যুদ্ধ ও অনেক তাজা প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। যারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন তাদের সেই স্মৃতি আজীবন ধরে রাখতে হবে।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রোকেস লেইস, সাবেক সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ সহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest