প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪
বিশেষ প্রতিনিধি : সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়াস্থ ‘দৈনিক সুনামকণ্ঠ ‘ কার্যালয়ে আলোচনাসভা,কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক অনুপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন- অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার। সভায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন- লেখক, কবি ও গবেষক সুখেন্দু সেন, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায় এবং সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো.আলা উদ্দিন তালুকদার ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – সুনামগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. শাহজাহান,সাংবাদিক ও কবি শামশ শামীম, প্রভাষক তছকির আলী, প্রভাষক তৈয়বুর রহমান, সংগঠনের সহ-সভাপতি শিক্ষক সাজাউর রহমান ও আহমদ নুর আলবাব, অর্থ সম্পাদক শাহ্ মো. কামরুজ্জামান, সদস্য শিক্ষক সুবল বিশ্বাস, হাবিবুল্লাহ আছকির তালুকদার, শিক্ষক মো. শামীম আহমেদ, শিক্ষক বিকাশ চন্দ, আবু জাকের প্রিন্স,শম্পা শিমু ও বনানী তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ। তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তাঁর লেখনী গোটা ভারতবর্ষের মানুষকে প্রেরণা জুগিয়েছিল। সে পরিপ্রেক্ষিতে তাঁর বিদ্রোহী চেতনা ফুটে ওঠে, তিনি পরিণত হন বিদ্রোহী কবিতে। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, অত্যাচার, নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ, নির্যাতন ও পরাধীনতার বিরুদ্ধে আপোসহীন সাহসী কন্ঠে সোচ্চার হয়ে কবি লিখে গেছেন অসংখ্য কবিতা, গান, গল্প, সঙ্গীত, প্রবন্ধ, উপন্যাস ও অন্যান্য লেখনী। আর সে কারণে ইংরেজ সরকার তাঁর গ্রন্থ ও রচনা বাজেয়াপ্ত করেছে এবং তাঁকে কারাদণ্ডও দিয়েছে। কারাগারেও বিদ্রোহী নজরুল বিদ্রোহী হয়ে ওঠেন। টানা ৪০ দিন অনশন করে ব্রিটিশ সরকারের অন্যায়-অত্যাচার জেলজুলুমের প্রতিবাদ করেছিলেন। কবি নজরুল একটি শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ার জন্য লড়াই করে গেছেন। তিনিই প্রথম বাঙালি কবি যিনি পূর্ণাঙ্গভাবে ভারতের স্বাধীনতা চেয়েছিলেন।”
অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন- সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ’ খ’ গ্রুপে নজরুল সংগীত বিভাগে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশ সেরা নির্বাচিত দেবশ্রী রায় তালুকদার ও সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্য শম্পা শিমু।প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক আহমেদ নুর আলবাব।কবিতাপাঠ করেন- শিক্ষক সাজাউর রহমান, মনিকা দাশ ও শম্পা শিমু।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest