সুনামগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

সুনামগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

ভাটির কণ্ঠ ডেস্ক :  অদ্য ২৫ মে ২০২৪ (শনিবার) শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সদর সুনামগঞ্জ এর সামনে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ অবস্হান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডব্লিউবিবি ট্রাস্ট, বিএনটিটিপি এর সহযোগিতায় স্হানীয় সংস্হা স্বপ্নডানা ও পল্লী উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্হাপনা সংস্হা পদ্মা এর আয়োজনে অবস্হান কর্মসূচি পালিত হয়। অবস্হান কর্মসূচিতে বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর আলম, স্বপ্নডানার নির্বাহী পরিচালক, সঞ্চিতা চৌধুরী,নাগরিক প্লাটফরম সুনামগঞ্জ জেলার সভাপতি,রবিউল ইসলাম প্রোগ্রাম ম্যানাজার,রুপান্তর নিমর্ল ভট্রাচার্য,নিবার্হী পরিচালক সুজন সুনামগঞ্জ, জাকিয়া সুলতানা, ভাটিত বাংলা পত্রিকার সম্পাদক পংকজ দত্ত প্রধান শিক্ষক ছাতক প্রাথমিক বিদ্যালয়,সাজ্জাদুর রহমান নিবার্হী পরিচালক পদ্মা। বক্তারা জনস্বাস্থ্য উন্নয়নে আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্বির উপর গুরুত্ব প্রদান করেন। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করতে জেলা এবং উপজেলা টাস্কফোর্স কিমিটির সভা নিয়মিত করন। মাঝে মধ্যে মোবাইল কোট পরিচালনা করা। পরি শেষে সবাই একমত পোষণ করেন যে ধূমপান কখনওই না, একেবারেই না না না।