সেই শিক্ষিকার হামলাকারী রুবেলের নেক্কারজনক ঘটনায়, দপ্তরী সমিতির নিন্দা

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

সেই শিক্ষিকার হামলাকারী রুবেলের নেক্কারজনক ঘটনায়, দপ্তরী সমিতির নিন্দা

সুজন তালুকদার :  ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী রুবেল এর হামলায় আহত,ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরী রানী দের চিকিৎসার খোঁজখবর নিতে ছুটে যান ছাতক উপজেলা দপ্তরী কাম প্রহরী সমিতির নেতৃবৃন্দ। গত ২১ মে মঙ্গলবার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী ভাতগাঁও গ্রামের কাচা মিয়ার পুত্র রুবেল মিয়ার হামলায় গুরুত্ব আহত হন একি বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শংকর রানী দে। ঘটনার পর থেকে উপজেলা শিক্ষক সমাজ ও সচেতন মহল বিক্ষুব্ধ হয়ে উঠেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে,এদিকে শিক্ষিকা শংকর রানী বাদী হয়ে রুবেল কে আসামী করে ছাতক থানায় মামলা দায়ের করেছেন যার নং (২৩) পর দিন ২৩ মে শুক্রবার উপজেলার জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে তার পরিবারের লোকজন কে সাথে নিয়ে আত্মসমর্পণ করে হামলাকারী দপ্তরী রুবেল মিয়া।পুলিশ থাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এঘনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করতে ছাতক উপজেলা দপ্তরী সমিতির নেতৃবৃন্দ,২৫ মে শনিবার দুপুরে নতুন বাজার ধারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলিত হয়। উপজেলা দপ্তরী সমিতির সভাপতি আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী ছাইদুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী শামছুল হকের পরিচালনায় সম্মেলিত সভায় আহত প্রধান শিক্ষিকা শংকরী রানী দের সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানান এবং ছাতক উপজেলা শিক্ষক সমাজের আন্তরিকতা প্রতি সম্মান জানিয়ে তাদের বক্তব্যে বলেন কেউ কাউকে অযথা হামলা করে না,তবু ও ঘটনা যাই ঘটেনা কেন, হামলা করাটাই তার অপরাধ আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। শিক্ষক শিক্ষিকা আমাদের গুরুজন তাদের কে সম্মান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। মূলত আমাদের প্রোস্ট দপ্তরী কাম প্রহরী এখানে আমাদের দপ্তরী কাম নৈশ প্রহরী নাম দিয়ে ২৪ ঘন্টা কাজ করানো হয় এদিকে কারো নজর আসে না আমাদের অনেক দায়দাবী আছে আমরা পরবর্তীতে বিশাল আয়োজনে আমাদের দায়দাবী সরকারের কাছে তুলে ধরবো। আমাদের সহ কর্মী যে অপরাধ করেছে তার বিচার হউক আমরা ও চাই সে হাজতে আছে তার বিচার আইন করবে, আমাদের দপ্তরী কাম নৈশ প্রহরী নামে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের নামে আমাদের কর্ম কে অসম্মানিত করে আমাদের ছোট করে যে বা যারা বিভিন্ন মন্তব্য করেছেন,আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অপরাধ করেছে তার বিরুদ্ধে লেখেন আমাদের সবাই কে নিয়ে মন্তব্য না করার অনুরোধ করছি।এসময় মোল্লাআলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী এবাদুর রহমান রুবেল,মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী মহি উদ্দিন,গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী ইউসুফ আলী,নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী আব্দুস শহীদ,নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী আব্দুর রউফ,দপ্তর সমিতির সদস্য মুজিবুর রহমান, কেজাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী আবুল হোসেন,রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী আব্দুর শাকুর,খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী অপন দাশ,চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী রিপন দাশ,কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী লোকমান আহমদ,
গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী আবু সাইদ আব্দুল্লাহ,নতুন বাজার ধারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী জুয়েল আহমদ সহ ছাতক উপজেলা দপ্তর সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে তারা ছুটে যান সিলেট শহরের মদিনা মার্কেট এলাকায় আহত প্রধান শিক্ষিকা শংকরী রানী দের শারীরিক খোঁজ খবর নিতে তার বাসায়, দুঃখজনক ঘটনার জন্য ছাতক উপজেলা দপ্তরী কাম প্রহরী সমিতির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ