সুনামগঞ্জে ‘বাবেশিকফো” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৪

সুনামগঞ্জে ‘বাবেশিকফো” এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজু আহমেদ রমজান:

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অরাজনৈতিক পেশাজীবী সংগঠন
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম (বাবেশিকফো) এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্যদিয়ে
বুধবার দুপুরে (২২ মে) সুনামগঞ্জের ছাতক উপজেলা সদর হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সভাপতি শিক্ষাবিদ মো. মোদাচ্ছির আলম (সুবল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে এস.এম আশিকুর রহমান সভাপতি, সাজাদ মিয়া সাধারণ সম্পাদক এবং আজিজুর রহমান আজিজ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামূল ইসলাম মাসুদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রেহান উদ্দিন, জ্যোতিষ মজুমদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম সাদেক, মোহাম্মদ আব্দুল মতিন,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এ এস সাইদুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইদুল হাসান গত ৬ মে স্ট্রোকজনিত কারণে না ফেরার দেশে চলে যান। তাঁর শূন্যতায় শোকাহত হন কেন্দ্রীয় কমিটিসহ তৃণমূল নেতাকর্মীবৃন্দ। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখতে মোদাচ্ছির আলম’কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সাংগঠনিক কর্মকান্ড বেগবান করতে স্বচেষ্ট রয়েছেন তিনি।