ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন মুরাদ

প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪

ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন মুরাদ

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :

গতকাল মঙ্গলবার (২১মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৭২ ভোট।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে সর্বোচ্চ (৭ হাজার ২৭) ভোটের ব্যবধানে মুরাদ বিজয়ী হয়েছেন।

এ উপজেলায় ৬টি ইউনিয়নে ১৬৮টি গ্রামে ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৬ হাজর ৫২৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৪১, নারী ভোটার ৫২ হাজার ৯৮৩ ও ১জন হিজরা ভোটার রয়েছে।