প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: ১৪ ডিসেম্বর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী। সংস্থাটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকালে পৌর শহরের বক পয়েন্টস্থ সংস্থার কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. গোলাম রব্বানী। অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন, তথ্য সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক তাজ উদ্দিন, প্রচার সম্পাদক হাজী আব্দুল করিম বাবু, জুলহাস উদ্দিন, এনাম, মুজিুবুর, আফতাব, জালাল, রফিক, নুরুল ইসলাম, রাজা, মান্না, কাইয়ুম প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। সবশেষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest