অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :: ১৪ ডিসেম্বর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী। সংস্থাটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকালে পৌর শহরের বক পয়েন্টস্থ সংস্থার কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. গোলাম রব্বানী। অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন, তথ্য সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক তাজ উদ্দিন, প্রচার সম্পাদক হাজী আব্দুল করিম বাবু, জুলহাস উদ্দিন, এনাম, মুজিুবুর, আফতাব, জালাল, রফিক, নুরুল ইসলাম, রাজা, মান্না, কাইয়ুম প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। সবশেষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ