তাহিরপুরে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন; আলমগীর খোকন

প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪

তাহিরপুরে সর্বোচ্চ ভোট পেয়ে চমক দেখালেন; আলমগীর খোকন

তাহিরপুর উপজেলায় সর্বোচ্চ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন আলমগীর খোকন;

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

দ্বিতীয় ধাপে ২১ মে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী আলমগীর খোকন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আলমগীর খোকন ৩৯৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাইক প্রতীকের রিয়াজ উদ্দিন খন্দকার লিটন ১৬৮৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সালমা পারভিন

মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় কোথাও কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জনতার ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন এই বিজয় জনতার বিজয় সকল ষড়যন্ত্র কে উপেক্ষা করে অত্র উপজেলার প্রিয় ভোটারগন তাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করার জন্য আমি এবং আমার পরিবার চিরকৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান সারাজীবন আপনাদের ভালবাসা নিয়ে বেছে থাকতে চাই। যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ।