জামালগঞ্জে দাখিলে পাশের হারে এগিয়ে কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

জামালগঞ্জে দাখিলে পাশের হারে এগিয়ে কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ:
চলতি বছর দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ রোববার (১২ মে)। চলতি বছর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দাখিল পরিক্ষায় পাশের হারে এগিয়ে রয়েছে কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা।
৪০জনের মধ্যে পাশ করেছে ৩৯জন পরীক্ষার্থী। পাসের হার ৯৭.৫০শতাংশ।
তবে জিপিএ-৫ নেই একটিও।
২য় স্থানে রয়েছে নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা। পরিক্ষার্থী ৭৯জন পাশ করেছে৭৪জন। পাসের হার ৯৭.৪৭শতাংশ।
লক্ষীপুর তায়ীদুল ইসলাম রহমানিয়া দাখিল মাদ্রাসা ৪৬জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১জন। পাসের হার ৮৯.১৩শতাংশ।
শুকদেবপুর দাখিল মাদ্রাসা ৪১জনের মধ্যে পাশ করেছে ৩৭জন। পাসের হার ৯০.২৪শতাংশ।
লক্ষীপুর তাওয়াক্কোলিয়া দাখিল মাদ্রাসায় ৫১জনের মধ্যে পাশ করেছে ৪৮জন পাসের হার ৯৪.১২শতাংশ।
হাজী জুলেখা তায়েব ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৮জন পরীক্ষার্থীর মধ্যে ৩জন পাশ করেছে। পাসের হার ৩৭.৫০শতাংশ।
জানা যায় চলতি বছর দাখিল পরিক্ষায় জামালগঞ্জে পরিক্ষার্থী ছিলো ২৬৫জন উর্ত্তীণ হয়েছে২৪২ জন। পাশের হার
৯১.৩২শতাংশ। তবে জিপিএ-৫ নেই ৬টি মাদ্রাসার একটিতে। ফলাফল প্রকাশের পরেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এলাকার সুশীল সমাজ।।

পাশের হারে পিছিয়ে রয়েছে হাজী জুলেখা তায়েব ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

এ সংক্রান্ত আরও সংবাদ