ধর্মপাশায় বিশ্ব মা দিবস উদযাপন

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

সেলিম আহম্মেদ, ধর্মপাশা:

বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

গতকাল রোববার (১২মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সভাপতিত্বে ও আনসার ভিডিপি কর্মকর্তা মো.তৌহিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন খাঁন, বেসরকারি সংস্থা পারি’র সিডিও কর্মকর্তা বিদ্যুৎ মাংসাং, সাংবাদিক এম এম রেজা পহেল, এনামুল হক এ্যানি প্রমুখ।

উল্লেখ: ১৯০৭ সালের ১২মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে মা দিবসটি পালিত হয়। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মাসের দ্বিতীয় রোববার মা দিবস ঘোষণা করেন। এরপর থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে থাকে।

সেলিম আহম্মেদ
০১৭১৮-৯৮৮৬৪২
১২.০৫.২৪