মধ্যনগরে কৃষকের বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

মধ্যনগরে কৃষকের বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

এম এ মান্নান (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকার কতৃক কৃষকের বোরোধান খরিদের লক্ষ্যে, খাদ্যগুদামে ২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণে ২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা। এসময় গুদাম কর্মকর্তা ওসি এল এস ডি রবিন কর্মী বলেন, এলাকার প্রকৃত কৃষক এর কাছ থেকে ৩২ টাকা কেজি এবং ১২৮০ টাকা মন দরে ধান খরিদ করা হবে। প্রতি একজন কৃষক ৭৫ মন, অথবা ৩ টন করে ধান দিতে পরবে। তবে ধানের শুকনো বা আদ্রতা নিম্নে ১৪ পয়েন্ট এবং ছিটামুক্ত হতে হবে।

পরিশেষে উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন,এবছর প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকায় বোরোধান ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে ৮১ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, আশা করি আগামীতে আরও বেশি উৎপাদন হবে।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খসরু, আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাকর তালুকদার পান্না, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি গোপেশ সরকার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন ও আব্দুল্লাহ আল-মামুন, ফারুকী অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিভো রায়,ব্যবসায়ী শম্ভু রায়, জ্যোতিময় রায়, সাংবাদিক আল আমিন আহমেদ সালমান, অমৃত জ্যোতি রায় সামন্ত, সুরঞ্জন তালুকদার, অনুপ তালুকদার অভী,প্রমুখ।

এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫২
০৭.০৫.২৪

এ সংক্রান্ত আরও সংবাদ