হাওরাঞ্চলের জীবন কৃষ্ণ সিলেটে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

হাওরাঞ্চলের জীবন কৃষ্ণ সিলেটে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

আব্দুস সামাদ আফেন্দি, জামালগঞ্জ :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট লেখক, গবেষক হাওরকবি জীবন কৃষ্ণ সরকার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক – ২০২৪ বাঁছাই প্রক্রিয়ায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন । সংশ্লিষ্ঠ উপজেলার অদ্য এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খ্যাতনামা প্রগতি উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের একজন নিবেদিত প্রাণ দক্ষ শিক্ষক । উল্যেখ্য তিনি সিলেট শাবিপ্রবির গণিত বিষয়ের প্রাক্তন ছাত্র । শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি সিলেট সাহিত্যে বেশ পরিচিত মুখ ।
এক প্রশ্নের জবাবে তিনি জানান তার এই প্রাপ্তিতে তিনি বেশ আপ্লুত । সেই সাথে জানান এই প্রাপ্তির মধ্য দিয়ে তার উপর অর্পিত পেশাগত দায়িত্বের দায়বদ্ধতা আরো বেড়ে গেলো । আগাম ভবিষ্যতে শিক্ষকতা পেশায় তিনি আরো দক্ষ ও মনোযোগী শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান । এজন্য তিনি সৃষ্টিকর্তা সহ সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।