প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পণর্তীথ ধামে পূণ্যর্তীদের ঢল পড়েছে। প্রতি বছরের ন্যায় চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ ও দেশের বাহিরের সনাতন ধর্মানুসারী শিশু-কিশোর, নারী-পুরুষ, আবাল বৃদ্ধা বনিতাসহ শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পণতীর্থ স্মৃতিধাম যাদুকাটা নদীর জলে পূণ্যস্নান করতে এবারও কয়েক লাখ পূণ্যর্তীর সমাগম ঘটে।
শনিবার পূণ্যর্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ইসকন মন্দিরে অনুষ্টতিব্য ধর্ম সভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য এডঃ রনজিত সরকার, এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান সাধারণ সম্পাদক অমল কর,সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, বাদাঘাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক, স্বেচ্চাসেবকলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক সহ অসংখ্য নেতা কর্মী।
এবছর পণর্তীথের মুখ্য সময় ২৩ চৈত্র ১৪৩০ বাংলা, ৬ এপ্রিল শনিবার দিবা ঘঃ মধুকৃষ্ণা ত্রয়োদশী সকাল ৭ টা ৫২ মিনিট ১৬ সেকেন্ড গতে দুপুর ১ টা ৪৯ মিনিট ১৪ সেকেন্ড মধ্যে। (৬ এপ্রিল শনিবার) সকালে থেকেই সপ্তগঙ্গার একই জল ধারা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার জলে স্নান করে তাদের অতীতের পাপ মোচন, ঈশ্বরের আশীর্বাদ ও পুণ্য লাভের আশায় কলুষমুক্ত হতেই যাদুকাটার দুই তীরে পূণ্যর্তীদের আগমনে যেন তিলধারণের ঠাই নেই।
হিন্দু শাস্ত্রের আছে, পৃথিবীর সব তীর্থে বারবার, পণর্তীথে একবার। এব মনে, পৃথিবীর সকল তীর্থে একাদিকবার স্নান করার ছেয়েও যাদুকাটার পণর্তীথে জীবনে একবার স্নান তার থেকেও উত্তম।
তাদের বিশ্বাস, এই জলে স্নান করলে ঈশ্বরের কৃপা লাভসহ পণতীর্থ স্নানের মাধ্যমে মনো-বাসনা পূর্ণ হয়। এ উপলক্ষে যাদুকাটা নদীর পশ্চিম তীরবর্তী গরকাটি ইস্কন মন্দির এলাকায় মহা-বারুনী মেলাও বসে থাকে।
অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় কমিটির তাহিরপুর উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য গণেশ তালুকদার বলেন, এবার স্নানের সময়টা সবচেয়ে উত্তম এই কারণে, আমরা পপণর্তীথে স্নানের সময় টা পেয়েছি মধুকৃষ্ণা ত্রয়োদশী সকাল ৭ টা ৫২ মিনিট ১৬ সেকেন্ড গতে দুপুর ১ টা ৪৯ মিনিট ১৪ সেকেন্ড পর্যন্ত। এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তাই এবার পণর্তীথে ভক্তের অনেক সমাগম ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest