প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
রাজু আহমেদ রমজান:
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ্। শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার (২০২২-২৩) পাওয়ার গৌরব অর্জন করেন চৌকস এই জেলা পুলিশ প্রধান।
পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ্ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ পুরস্কার পাওয়ায় সহকর্মী, উর্ধ্বতন কর্মকর্তাসহ সকলরে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ পুরস্কার পাওয়ার ফলে জনকল্যাণে অধিক কর্মনিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন আরও বেড়ে গেল।
প্রসঙ্গত, জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রচলন শুরু করে ২০১২ খ্রিষ্টাব্দ থেকে। কর্মক্ষেত্রে যে সকল সরকারি কর্মকর্তাগন সততা, আন্তরিকতা কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা প্রার্থীদের সেবা প্রদান করেন মূলত তাদের স্বীকৃত স্বরূপ এই রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest