মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকার জাল জব্দ

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকার জাল জব্দ

এম এ মান্নান (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাছিমপুর থেকে আবিদনগর নদীপথে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি চায়না দোয়ারি অবৈধ জাল উদ্ধার ও ধ্বংস করা হয়ছে।
রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোমেশ্বরী নদীতে এ অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অতীশ দর্শী চাকমা।অভিযানে নদীতে মাছ ধরতে ব্যবহৃত ২৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।পরবর্তীতে এগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে এবং জালে আটককৃত মাছগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন,চায়না দোয়ারি জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে। এ জালের পরিবেশগত ক্ষতিকর দিকসমূহের বিষয়ে জনগনকে অবগত এবং সতর্ক করা হয়েছে।মৎস্য প্রজনন রক্ষায় এ অভিযান চলমান থাকবে।

এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫২
৩১.০৩.২০২৪