প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
রাজু আহমেদ রমজান: মাদক, চোরাচালান ও ভারতে অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমনে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ। বিট পুলিশিং
কার্যক্রমকে গতিশীল ও জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত সভায় সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেলে (২২ মার্চ) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়া লাকমা চকবাজার
এলাকায় এ সভা চলে। এর আগে সীমান্তের চাঁনপুর সর্বশেষ জঙ্গলবাড়ি এলাকায় সভা করে পুলিশ প্রশাসন।
সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন।
অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে জানিয়ে পুলিশের এই উর্ধ্বতন-চৌকস কর্মকতা বলেন, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশবাহিনী সদা তৎপর রয়েছে। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তব্য দেন তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজান, স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাফিল মিয়া, সংরক্ষিত নারী সদস্য মোছা.
সেলিনা আক্তার, আওয়ামী লীগ নেতা হাজী নুরুজ্জামান সুরুজ, লাকমা চকবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সফিক মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest