প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে কোর জোনে শুক্র/ শনি ও রবিবার তিনদিন অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি, প্লাস্টিকের চাঁই, কারেন্টের জাল, কেনাজাল, মশারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।পাশাপাশি অবৈধভাবে গড়ে তোলা ১৭ টি হাঁসের খামার ধ্বংস করা হয়েছে।
শুক্রবার/ শনিবার/ রবিবার তিন দিন কোর জোনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে তাহিরপুর থানা পুলিশ ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে পানিতে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারি, প্লাস্টিকের চাঁই, কারেন্টের জাল মশারি জাল জব্দ করে। পরে প্রকাশ্যে টাংগুয়ার হাওর পাড়েই আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।এবং অবৈধ ভাবে বসবাসরত ১৭ টি হাসের খামার ধ্বংস করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন, টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার নির্মূলে অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অনিয়মকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest