বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে তাহিরপুরে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে তাহিরপুরে র‍্যালী ও আলোচনা সভা

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস’উপলক্ষে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন,তাহিরপুর উপজেলা প্রশাসন।

দিনের শুরুতেই আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য এড. রনজিত সরকার।

আলোচনা সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. রনজিত সরকার, আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কর,আওয়ামী লীগ সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন, উপজেলা সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সদস্য লাকসাব তালুকদার, কালাচান, আজিজুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, সাধারন সম্পাদক বাবুল মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কালাম,বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তুষার তালুকদার,বাদাঘাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক প্রমুখ।

সংসদ সদস্য এড. রনজিত সরকার বলেন, ১৯২০ সালের ১৭ ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুংগীপাড়ায় জন্মগ্রহণ করেন, তার বাবার নাম শেখ লুৎফুর রহমান মায়ের নাম শেখ সায়েরা খাতুন,লুৎফুর সায়েরা দম্পত্তির এ সন্তানই পরে এ দেশের মানুষের পরাধীনতার মুক্তির বার্তা হয়ে আবির্ভূত হন।টুঙ্গিপাড়ার খোকা থেকে হয়ে ওঠেন বঙ্গবন্ধু।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য দেশের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ