মধ্যনগর বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

মধ্যনগর বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

এম এ মান্নান, (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ ই মার্চ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যদায় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে। সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টার সময় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সকাল ১০ টার সময় পুরষ্কার বিতরণ, ১১ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জীবন বৃত্তান্ত সম্বলিত আলোচনা উন্মোচন করা হয়।

এছাড়াও সাড়ে ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এসময় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে, আলোচনার সঞ্চালনা করেন প্রভাষক নির্মল সরকার। এসময় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এমরান হোসেন, জাতীয় শিশু দিবসে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী শুভ রাজ মৃত্রিকা,বীরমুক্তিযোদ্ধা ইউনূস মিয়া,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,চেয়ারম্যান নুরনবী তালুকদার,বালিকা বিদ্যালয়ের শিক্ষক তিতাস মাহমুদ,প্রধান শিক্ষক সমিতির সভাপতি রমা রনজন সরকার প্রমুখ।

এম এ মান্নান,
০১৩১৮৩২৭২৮০
১৭/০৩/২৪