সুনামগঞ্জ সীমান্তে পৌনে পাঁচ লক্ষ টাকার অবৈধ পন্য আটক

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

সুনামগঞ্জ সীমান্তে পৌনে পাঁচ লক্ষ টাকার অবৈধ পন্য আটক

মোঃ মোশফিকুর রহমান স্বপন : সুনামগঞ্জের সীমান্তে বিজিবি অভিযানে প্রায় পৌনে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদ, চিনি, বিড়ি এবং মটর সাইকেল আটক করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি। তারা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ডুলুরা বিওপির টহল দল গতকাল রোববার (১১ ডিসেম্বর) সীমান্ত পিলার ১২১১/১২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি এবং ০১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।

পেকপাড়া বিওপির টহল দল ১১ ডিসেম্বর রবিবার সীমান্ত পিলার ১২২৯/১-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর পেকপাড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৯০,০০০/- টাকা।

বনগাঁও বিওপির টহল দল ১২ ডিসেম্বর সোমবার সীমান্ত পিলার ১২১৭/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের বক্তেরগাঁও নামক স্থান হতে ৮০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৬০০/- টাকা।

মাঠগাঁও বিওপির টহল দল ১২ ডিসেম্বর সোমবার সীমান্ত পিলার ১২২৪/৮-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৪৫,০০০/- টাকা।

চাঁনপুর বিওপির টহল দল ১২ ডিসেম্বর সোমবার সীমান্ত পিলার ১২০২/২-এস এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের উত্তর চান্দিপুর নামক স্থান হতে ৪২,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৭১,৪০০/- টাকা।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৪ লক্ষ ,৬৮ হাজার ,৮০০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং বিড়ি, চিনি ও মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।