তাহিরপুরে যুব ফোরামের সাথে মতবিনিময় করেন ওসি নাজিম উদ্দিন

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৪

তাহিরপুরে যুব ফোরামের সাথে মতবিনিময় করেন ওসি নাজিম উদ্দিন

ভাটির কণ্ঠ ডেস্ক :

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা যুব ফোরামের উদ্যেগে শান্তি ও সহনশীলতা ও সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে এবং জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করতে তাহিরপুর উপজেলা অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন এর সাথে মতবিনিময় করেন তাহিরপুর উপজেলা যুব ফোরামের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে ওসি নাজিম উদ্দিন বলেন, তাহিরপুর উপজেলায় যুব ফোরাম এর সাথে কথা বলে আমি অনেক আনন্দিত। এই উপজেলাটা সীমান্তবর্তী ও বর্ডার প্রান্তীক এলাকা। অন্যান্য এলাকা থেকে এখানে এই উপজেলা অনেক পিছিয়ে রয়েছে৷ তিনি বলেন, আজকের যুবরাই আগামীতে নেতৃত্ব দিবে। যুবরা ভালো কিছু করলে সমাজে প্রভাবটা যেমন পড়ে তেমন খারাপ করলেও পড়ে। তাই তিনি যুবদেরকে সম্পৃক্ত করে একটি ফোরাম তৈরি করা হয়েছে এবং কাজ করছে এজন্য যুব ফোরামকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন, বর্তমানে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এগুলো হচ্ছে সামাজিক সমস্যা এবং সমাজের ব্যাধি। সরকারি আইন অনুযায়ী এগুলো প্রতিরোধ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর ভয়াবহতা রক্ষায় যুব ফোরামের সাথে আমিও একমত। এবং সব পর্যায়ে সচেতনতা বাড়াতে পরামর্শ দেন ওসি নাজিম উদ্দিন। এবং তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উপজাতিদের বৈষম্য দূর করতে কাজ করছেন তিনি। যোব ফোরামের সদস্য তিব্বতা হাজং তার এলাকার ইভটিজিং এর সমস্যা তুলে ধরেন। তখন তিনি নিদৃষ্ট স্পটে খোঁজ নেন এবং তার পুলিশের ফোর্স মোতায়েন করেন। এবং ঐ ইউনিয়ন এর দায়িত্ব থাকা এস আই কে সঙ্গে সঙ্গে পাঠিয়ে সমস্যা সমাধানের নিমিত্তে কাজ করেন। তিনি, যুব ফোরামের সদস্যদের কে বলেন আপনারা প্রযুক্তির যথাযথ ব্যবহার এর প্রতি আরো গুরুত্ব বাড়াতে। এবং সবাইকে সচেতন থাকতে হবে এর গুজবের অপব্যবহার থেকে দূর থাকতে হবে। তিনি যুব ফোরামের প্রতিটি সদস্যের নাম মোবাইল নাম্বার সহ নোট করে রাখেন এবং সর্বপোরি সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।