প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪
সেলিম আহম্মেদ,ধর্মপাশা:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮মার্চ) সকাল সাড়ে ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সভাপতিত্বে ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. তৌহিদ মিয়ার সঞ্চালনায় দিবসটি নিয়ে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, ব্র্যাক কর্মকর্তা মোস্তফা করিম, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমা, পারি’র মনিটরিং কর্মকর্তা মনিরুজ্জামান মজুমদার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ। এছাড়াও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও পারি’র উদ্যোগে সেলবরষ ও জয়শ্রী ইউনিয়নে দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest