মৌলভীবাজারে জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪

মৌলভীবাজারে জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট(GEEP) এর ওয়ার্কশপ অনুষ্ঠিত।

বুধবার (৬মার্চ) সকালে শতরূপা আচার্য্য,অলকা দত্ত ও
অর্পিতা আচার্য্য এর পরিচালনায়
কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ট্রাভেলেটস অফ বাংলাদেশ-(ভ্রমণকন্যা)এর উদ্যোগে ট্রাভেলেটস অফ বাংলাদেশ- ভ্রমণকন্যার অন্যতম প্রকল্প নারীর চোখে বাংলাদেশের বর্ধিত কার্যক্রম “জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট (GEEP)” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা,বাল্যবিবাহ,ভ্রমণ, মাদক, সড়ক নিরাপত্তার মতো অতীব প্রয়োজনীয় বিষয়সমূহ ও আত্মরক্ষার প্রশিক্ষণ হাতে কলমে দেখানো হয়।