ধর্মপাশায় সুপারি পাচারের অভিযোগে সুন্দরবনের কাভার্ডভ্যানসহ আটক ৩

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪

ধর্মপাশায় সুপারি পাচারের অভিযোগে সুন্দরবনের কাভার্ডভ্যানসহ আটক ৩

সেলিম আহম্মেদ, ধর্মপাশা;

সুনামগঞ্জের ধর্মপাশায় সুন্দরবনের কাভার্ডভ্যানে থাকা ২৬০ বস্তা সুপারিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৬ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ধর্মপাশা মধ্যনগর সড়কের পাইকুরাটি ইউনিয়নের নওধান গ্রামের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে মো.ইয়াসিন (২৪), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরখামরা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩০), লক্ষীপুর জেলার লক্ষীপুর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নূরুল আমীনের ছেলে মাহমুদ হাসান অপু(২৭)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের বিভিন্ন পথ দিয়ে দেশীয় সুপারি পাচার করে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে ঝালকাঠি থেকে সুন্দরবনের একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ সুপারি নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাড়িতে থাকা ২৬০ বস্তা (১৩টন) সুপারিসহ ৩জনকে আটক করা হয়। তিনি আরো জানান, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ