প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেন,সুনামগঞ্জে চোরাচালানি বাড়ছে।কাটাতারের বেড়া পেরিয়ে প্রতিদিন পেঁয়াজ, চিনি ভারত থেকে দেশের বিভিন্ন জেলায় পাচার হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য আসায় সরকার রাজস্ব হারাচ্ছে। এসব চোরাচালানে যুবকরা যুক্ত হয়ে বিপদগামী হচ্ছে। তিনি আরও বলেন, এক সময় সুনামগঞ্জ দাদন ব্যবসায়ীদের অভায়রণ্য হিসেবে পরিচিতি লাভ করে। এখন স্মাগলিং জোন হিসেবে পরিচিতি পাচ্ছে।এতে সুনামগঞ্জের সুনাম ক্ষুন্ন হচ্ছে। গণমাধ্যমকর্মীদের পেঁয়াজ ও চিনি কান্ড নিয়ে পত্রিকায় তুলে ধরার আহবান জানান। সেই সাথে প্রশাসনকে চোরাচালান নির্মুলে আরো কঠোর হওয়ার দাবি জানান তিনি।সোমবার সকালে শহরের জগৎজ্যোতি পাঠাগারে কেক কেটে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ৫ম বর্ষপুর্তি উদযাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীরের সঞ্চালনায়, বক্তব্য রাখেন সাবেক রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর। এ সময় স্হানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest