ধর্মপাশায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

ধর্মপাশায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত

ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:
“সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে ও ইউএফপি মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এডভোকেসী সভায় বক্তব্য দেন এমও (এমসিএইচ-এফপি) ডাঃ মিজানুর রহমান, এইউএফপিও মতীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী, মা মনি প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর বরুন চন্দ্র রায় , পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাজল আমিন, তাজমুল হুদা, মোহাম্মদ আবু নোমান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিফাত তারেক সিদ্দিকী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ