যোগাযোগ ফোরাম ও স্থানীয় সাংবাদিকদের সমন্বয় সভা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

যোগাযোগ ফোরাম ও স্থানীয় সাংবাদিকদের সমন্বয় সভা

সেলিম আহম্মেদ, ধর্মপাশা:

সুনামগঞ্জের ধর্মপাশায় যোগাযোগ ফোরাম ও স্থানীয় সাংবাদিকদের সমন্বয় সভা হয়েছে।

বুধবার সকাল ১১টায় পারি হলরুমে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় সমন্বয় সভার আয়োজন করে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট।
এতে অংশ নেয় জনকণ্ঠ, সমকাল,আমাদের নতুন সময়, প্রতিদিনের বাংলাদেশ, ভোরের ডাক ও আজকের দর্পনের প্রতিনিধি। এছাড়া উপজেলা সদর, সেলবরষ ও জয়শ্রী ইউনিয়নের ইয়ুথ এ চাইল্ড ফোরামের ৩০জন সদস্য। স্থানীয় সাংবাদিকদের কাছে যোগাযোগ ফোরামের সদস্যরা তথ্য-যোগাযোগ ও শিশু সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। পরে বেসরকারি সংস্থা পারি’র প্রাগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, ওয়ার্ল্ড ভিশনের স্পনসরশিপ অফিসার সুমন কুবি’র স্বাগত বক্তব্য শেষে, তথ্য-যোগাযোগ ও শিশু সাংবাদিকতা বিষয়ে বিস্তর আলোচনা করেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন, আমাদের নতুন সময়ের ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি সেলিম আহম্মেদ,সমকাল প্রতিনিধি এনামুল হক এ্যানি। এসময় শিক্ষা,স্বাস্থ্য, পুষ্টি ও শিশু অধিকার নিয়ে কাজ করায় ওয়ার্ল্ড ভিশন ও পরি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।