প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি : জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরারগাঁও গ্রামে দুটি বার্ষিক ওরস মাহফিলে ফকিরী ও বাউল গান পরিবেশন করলেন সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক বাউল আল-হেলাল। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) ২০২৪ইং মরমী সাধক ফকির গেদা শাহের ভরারগাঁও চকবাজারস্থ বাড়ীতে ও শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) একই গ্রামের ফকির হাটিতে ফকির আফজল শাহ এর বাড়ীতে অনুষ্ঠিত পৃথক দুটি বার্ষিক ওরস মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল। প্রয়াত ফকির গেদা শাহের পুত্র আব্দুল মতলিব ও ফকির আফজল শাহের পুত্র বাউল আরসাদ আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরস মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য বাউল সিরাজ উদ্দিন,বাউল তোতা মিয়া, বাউল হেলন তালুকদার,বাউল রুবেল মিয়া,বাউল সোহাগ সরকার,সাংবাদিক বাউল আল হেলাল,বাউল রোকসানা ভান্ডারী, বাউল সুলেমান মিয়া,বাউল সাবুল মিয়া,বাউল জাফর মিয়া,বাউল ফিরোজা আক্তার,বাউল সবিন্দ্র রবি দাশ,বাউল মাহমদ আলীসহ স্থানীয় বাউল শিল্পীরা। উল্লেখ্য মরমী সংস্কৃতি চর্চার অন্যতম জনপদ ভরারগাঁও গ্রামে প্রতিবছরের শীত মৌসুমে মরমী সাধক ফকির আলাউদ্দিন শাহ,ফকির আফজল শাহ,ফকির গেদা শাহ,ফকির আকামত শাহ,ফকির গোলাই শাহ ও বাউল ফয়জুর রহমান স্মরণে ৬টি বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের বিভিন্ন ভক্ত আশেকানগন সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। এই গ্রামের কৃতি সন্তান ডাঃ আব্দুন নূর চৌধুরী ৫২ এর ভাষা আন্দোলনে এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস এন এম মাহমুদুর রসুল ময়না মাস্টার ৭১ এর মুক্তিযুদ্ধে টেকেরঘাট সাবসেক্টরের বিভিন্ন রনাঙ্গনে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে কৃতিত্বের সাথে লড়াই করেন। বীর মুক্তিযোদ্ধা এস এন এম মাহমুদুর রসুল এর জেষ্টপুত্র সাংবাদিক বাউল আল হেলাল স্থানীয় ফকির ও বাউলদের পৃষ্টপোষকতা করে যাচ্ছেন। দুটি অনুষ্ঠানে তিনি গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) রচিত ফকিরি গান “না গাইলে গান আমার পরান সদায় করে উচাটন গানে মজলো আমার পাগল মন” “বন্ধে কিলা মন বুঝাইলো সঙ্গী থইয়া প্রাণবন্ধু ঘরের বাহির হইলো” এবং বিচ্ছেদী গান “পিরিতি শিখাইয়ারে কালা পিরিতি শিখাইয়া কই রইলে তুই বন্ধু বিনদিয়া”সহ একাধিক গান পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest