প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সেলিম আহম্মেদ,ধর্মপাশা:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সরকারি বাসভবনে এক দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাসভবনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা আইপিএস’সহ ব্যাটারি এবং ভবনের পাশ থেকে পানির একটি পাম্প নিয়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেরে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মো.শামসুদ্দোহা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন মহোদয় দীর্ঘদিন ধরে তিনি তাঁর সরকারি বাসভবনে থাকেন না। সেটি তালাবদ্ধ ছিল। এছাড়াও উপজেলা পরিষদে নেই কোনা নৈশ প্রহরী। এমনকি সেখানে নেই কোনো সিসি ক্যামেরাও। আর এ সুযোগেই চোরেরা এ চুরির ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাঁর ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest