এআইজিপি পদোন্নতি হলে আব্দুল বাতেন-কে ফুলেল শুভেচ্ছা দেন সার্কেল ও ওসি

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

এআইজিপি পদোন্নতি হলে আব্দুল বাতেন-কে ফুলেল শুভেচ্ছা দেন সার্কেল ও ওসি

এম এ মান্নান (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতি সন্তান আব্দুল বাতেন পদোন্নতি পেয়ে হলেন এআইজিপি। মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।
আব্দুল বাতেন তিনি ১৭ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার(এএসপি) হিসেবে যোগদান করেন।
এং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম সেবা পিপিএম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। এবং এরিমধ্য
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ-সচিব মো: মাহাবুর রহমান শেখ এর স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সোমবার দুপুরে মধ্যনগর ও ধর্মপাশা সার্কেল আলী ফরিদ উদ্দিন ও মধ্যনগর থানার ওসি মোঃ এমরান হোসেন এআজিপি বাতেন উনার নিজ বাড়ি দাতিয়াপাড়া বাসভবনে, ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়াও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (উপপুলিশ মহাপরিদর্শক) মো. ময়নুল ইসলাম, ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক গোলাম কিবরিয়া, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ান, ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন।

এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫২
১৯.০২.২৪