তাহিরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

তাহিরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার সকালে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্সকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন

দিবসটি উদযাপন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে সবাই শহিদ মিনারে ফুল দিতে পারবেন। সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

সভায় স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্রস্তুতিসভায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব আব্দুস সোবহান আখন্জি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, মুক্তিযোদ্ধা আমীর আলী, রফিক মিয়া,তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান,সাংবাদিক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, আমিনুল ইসলাম, রোকন উদ্দিন, জাহাঙ্গীর আলম, মনিরাজ শাহ, ইমরান হোসেন দ্বীপক, সুজিত দাস,আজিজুল হক,রতন মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ