প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
সেলিম আহম্মেদ,ধর্মপাশা:
সুনামগঞ্জের মধ্যনগরে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা নয়শত কেজি চিনিসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে গড়াকাটা গ্রামের সামনে সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের আব্দুল গফুরের ছেলে আলী আমজাদ(২০), একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো.শামছুদ্দিনের ছেলে আবু সাঈদ(১৯), পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চারপাড়া গ্রামের বাবুল সরকারের ছেলে সুকান্ত সরকার(২২), নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোখলেছ মিয়া (৪২)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, ওই পথ দিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশা যুগে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, রাতেই তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো কারাগারে পাঠানোর হয়েছে।
সেলিম আহম্মেদ
০১৭১৮-৯৮৮৬৪২
১৬-০২-২৪
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest