জামালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

জামালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) চান্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে, ভীমখালী ইউপির চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও
চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলমের পরিচালনায়
প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান, বিশেষ অতিথি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারজেল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, জামালগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, ইউনিয়নের ওয়ার্ড সদস্য এবং ভীমখালী ইউনিয়নের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

এসময় ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, ৩০ মিটার বিস্কুট দৌড়, চিত্রাংকন, গান, নৃত্য, সুন্দর হাতের লেখা,কবিতা আবৃত্তি (বাংলা), চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান (পল্লীগীতি/লোকগীতি/
,উপস্থিত বক্তৃতা, একক অভিনয়।)
এবং টেনিস বল নিক্ষেপ অনুষ্ঠিত হয়।

এছাড়া এসময় বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা বাংলা, ইংরেজি, গণিত, সাধারন জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী) নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ