ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

ধর্মপাশায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক

সেলিম আহম্মেদ, ধর্মপাশা

সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা প্রশাসকের আগমন উপলক্ষে শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে ৪টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, জোবায়ের পাশা হিমু, গোলাম ফরিদ খোকা, শিক্ষক আব্দুল মালেক, বিধান কুমারসহ গণমাধ্যম কর্মীগন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,শিক্ষার্থীসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ