ধর্মপাশায় নিরাপদ প্রসব বিষয়ক সভা

প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

ধর্মপাশায় নিরাপদ প্রসব বিষয়ক সভা

সেলিম আহম্মেদ,ধর্মপাশা

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রশিক্ষিত ধাত্রীদের নিয়ে নিরাপদ প্রসব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এর আয়োজন করেন মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প, ধর্মপাশা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এসময় নিরাপদ প্রসব বিষয়ে বিস্তর আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভেন্দ্র শেখর দাস, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মো.আব্দুল আজিজ, ইপিআই টেকনিশিয়ান গোলাম আসকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুজাহিদ মিয়া, মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমা, গণকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সেলিম আহম্মেদ, উপজেলার ৮টি কমিউনিটি ক্লিনিকের সিজি কমিটির সভাপতিসহ সিএইচসিপি ও পিসিএসবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ