প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪
ছাতক প্রতিনিধিঃ
সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক পত্রে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে গঠিত ৩৫ সদস্যের কার্য্যকরি কমিটির কাগজপত্র পরীক্ষা করে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাতকের উদীয়মান তরুণ ব্যবসায়ী, যুবনেতা মোঃ মাহবুবুর আলম।
কমিটির সভাপতি ইফতেখার আহমেদ সোহেল।
কার্যকরি সভাপতি শাহ নূরুর রহমান। ৯ সহসভাপতি হলেন, মো. আরিফ আহমেদ সুমন, ফয়জুল ইসলাম, ইলিয়াছ উদ্দিন লিপু, রাখাল দে, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), মো. মুহিদ মিয়া, মো. নাছির উদ্দিন, মো. হাকিম আব্দুল হাকিম ও জাহিদুল হক চৌধুরী।
কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ জাহান। সহ সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৯জন। তারা হলেন, মিসবাহ উদ্দিন, মো. সেবুল মিয়া, মো. ওয়াহিদুজ্জামান সালাম, মো. গোলাম কিবরিয়া (রাসেল), শফিক নূর, আব্দুল মুকিত মুুকুল, চঞ্চল পাল, মো. আব্দুস সামাদ খান ও মো. মাহবুবুর আলম।
সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, অর্থ সম্পাদক শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মো. লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ হেলাল, ক্রীড়া সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. এমদাদুল হক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশিক উদ্দিন।
পাঁচজন কার্য্যনির্বাহী সদস্য হলেন জামাল উদ্দিন আহমদ, ইকবাল হোসেন, ফখরুল আলম, কামাল আহমদ ও মো. আল আমিন।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি ইফতেখার আহমদ সোহেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।
সহসাধারণ সম্পাদক পদে মোঃ মাহবুবুর আলমকে নির্বাচিত করায় তিনি ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest