জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেশ-প্রবাস সংগঠনের আর্থিক সহায়তা

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪

জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেশ-প্রবাস সংগঠনের আর্থিক সহায়তা

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উওর ইউপির ভুঁইয়ারহাটি গ্রামে সম্মিলিত সমাজ সেবা সংগঠন দেশ-প্রবাসের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে আর্থিক সহায়তা প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন,
সংগঠনের সভাপতি নুরুল হক আর্মি,
সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আদিল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী,
স্বেচ্ছাসেবক টিম লিডার ইব্রাহিম, টিম লিডার সোনিয়া আক্তার, সেচ্ছাসেবক সদস্য আবু ইউসুফ নাঈম,মঈনুল হাসান রাব্বি,সৌরভ সহ অনেকেই।

উল্লেখ্যযে, গত সোমবার রাতে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ভুঁইয়ারহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। আগুন লেগে ৬ পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায় । এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

জানা যায় যে,সোমবার রাতে হোসেন মিয়ার বসতঘর থেকে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা ইউনুছ আলী, রাসেল মিয়া, আব্দুর রব মিয়া, ইউসুফ আলী, বাদশা মিয়া ও আব্দুল আজিজের ঘরসহ মোট ৯টি ঘর পুড়ে যায়। পরে গ্রামের লোকজন এসে পানির পাম্প লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৬ পরিবারের টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, দলিলাদি, ধান, চাল, গরু, ভেড়া, কাপড়,সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।