প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪
জাকিয়া সুলতানা :
ধীরে ধীরে বাড়ছে শীত। দিনভর ঘন কুয়াশায় অনেক সময় সূর্যও দেখা যায় না। হিমলে হাওয়ায় শীতের তীব্রতা বাড়াচ্ছে প্রতিনিয়ত। কনকনে এই শীতে বস্ত্রহীন অসহায় মানুষের ভোগান্তি চরমে। তাই সাধ্যমতো শীতবস্ত্র দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো খুবই জরুরী। বস্ত্রহীন মানুষকে শীতবস্ত্র দানও ইবাদত। তাই কষ্টে থাকা মানুষদের কথা চিন্তা করে শীতবস্ত্র দান করলে মহান আল্লাহ দুহাত ভরে আপনাকেও দান করবেন।প্রতিটি মানুষের উচিত, অভাবি, বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক দায়বদ্ধতা, ধর্মীয় নীতি-নৈতিকা থেকে শীতার্ত মানুষের পাশে মহান আল্লাহকে খুশি করানোর এ কাজে সাধ্যমতো আসুন নিজেদের শরিক করি।
সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত্ পলিন এসব কথা বলেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন,জেলা সহসভাপতি ঝন্টু তালুকদার
সেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক,সাজ্জাদ হুসেন নাহিদ ,, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম সেরল সহ জেলা আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠন এর নেতা নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest