প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
মোঃ তারেক মিয়া,শাল্লা, প্রতিনিধি :
শাল্লায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ১০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে শাল্লা থানা পুলিশ। (১৮৭জানুয়ারি)রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর বাজারের কাছে কুশিয়ারা নদীতে পুলিশ ধাওয়া দিলে চিনি বোঝাইকৃত নৌকাটি দ্রুত স্থান ত্যাগ করে চলে গেলে, একই নদীতে গ্রাম শাল্লা নামক স্থানে স্থানীয়দের সহযোগিতায় নদীতে থাকা নৌকা থেকে ১’শ বস্তা ভারতীয় চিনি ১৮ তারিখ জব্দ করা হয়। এ ঘটনায় নৌকার দুই চালক শাল্লা গ্রামের আবদুল জলিলে ছেলে আজহারুল ইসলাম (আজহার) (৪৫) ও মুহিবুর মিয়ার ছেলে জিসান আহমেদ (১৮) কে হাতেনাতে আটক করে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই প্রতাপপুর হয়ে গ্রাম শাল্লা দিয়ে ভারতীয় চিনি যাচ্ছে। আমরা চিনিগুলো থানায় নিয়ে এসেছি তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। মামলা রুজু হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ চোরাচালানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest